আমার ব্রেণ ছিল একটা সাদা কাগজের মত
যখন আমি আগমন করেছিলাম ধরণীর বুকে
অতঃপর শিখেছি অনেক কিছু, নিয়েছি ডিগ্রী
আমার খুব গর্ব হতো, অহংকারও কম নয়।


লোকে বলতো বুড়ো হলে ভুলে যাবো সবই
ফিরে যেতে হবে সেরূপে যেরূপে এসেছিলাম
আমি উপহাস করেছি, দুনিয়াতো আমারই
আমিই এখানে রাজত্ব করবো অনন্তকাল।


হে আমার উত্তরসুরী, আজ বিদায়ের বেলা
অছিয়ত করে যাচ্ছি, তোমরা ভুল করোনা
যা আমি করেছি, বুঝে কিংবা না বুঝে
স্রষ্টার পাকরাও থেকে কেউই পার পাবেনা।


আমি বেকুব, দেখেও দেখিনি, শুনেও্ শুনিনি
ধ্বংস লীলায় পতিত হয়েছে অসংখ্য জনপদ
নিয়তির খেলা, নেই আমার বাপ-দাদারাও
আমিও যাচ্ছি, কেউই রবেনা অনন্তকাল।


আমি শয়তানের পূজারী, বড়ই আহাম্মক
খুঁটি ছাড়া নির্মিত আকাশ, ভেবে দেখিনি
অন্যদের মতই বলেছি, এটা এমনিই সৃষ্টি
অনন্তকাল থাকবে, এখন আছে যেভাবে।


আমি মূক ও বধির অন্তরে মোহর আাঁটা
কর্ণকুহরে তাম্রপাত, চোখে রঙিন চশমা
আমি দেখতেও পাইনি, শুনতেও পাইনি
বধিরদের পুরষ্কার অনন্তকাল নরক বাস।


আল্লাহ ঈশ্বর ভগবান যে নামেই ডাকো
তিনি এক ও অদ্বিতীয় মহাপরাক্রমশালী
আমি চিনেছি তারে, নিতান্তই অসময়ে
সকল উপাসনা কেবল স্রষ্টারই প্রাপ্য।


স্রষ্টা ব্যতিত সৃষ্টির উপাসনা করিওনা
এটা ক্ষমা করা হবে না আগে বুঝিনি
আমার অছিয়ত তোমরা এ ভুল করোনা
একত্বের পূঁজারী হও এটা্ই সুখের ঠিকানা।


হে উত্তরসুরী তোমাদের প্রতি সালাম
আমার বিদায়ের বেলা ক্ষমিও অপরাধ
যেতেই হবে আমাকে নিয়তির লিখন
সকলেই যাবে ওটাইতো শেষ ঠিকানা।
..........****.........


রচনাকালঃ ০৫/১০/২০২১ খ্রিঃ